
ফেনী প্রতিনিধি :-
আজ ১৮ অক্টোবর’২৫, শনিবার, বিকেল ৩ টায় স্থানীয় আল-সাফা মিলনায়তনে জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে খেলাফত মজলিস ফেনী পৌরসভার ১৮ ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারীর সাথে মতবিনিময় করেন খেলাফত মজলিস মনোনীত ফেনী ২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, সংগঠনের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
খেলাফত মজলিস ফেনী পৌর শাখার সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী,সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, সাইফুল্লাহ ভুঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা করিম উল্লাহ ভুঁইয়া, মাওলানা হাসান মোহাম্মদ ওলি উল্লাহ।