
ফেনী প্রতিনিধি :-
আজ বাদে আছর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সাথে জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেন। সেইসাথে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ জেলা বিএনপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ জেলা কমিটির আহবায়ক- অ্যাড. শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব- সাইফুর রহমান সাইফুল, যুগ্ম আহবায়ক- রফিক আলী, সদস্য- আব্দুল হান্নান মিঠু, মোহাম্মদ ইশা খাঁন, দাউদুল ইসলাম টিপু, নুর মোহাম্মদ, জিয়া মঞ্চ ফেনী পৌর নেতা-বেলাল হোসেন, একরাম, শরীরফুল ইসলাম, সুজন প্রমুখ।