ফেনীতে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আবদুস সালাম এর সাথে জিয়া মঞ্চের সৌজন্য সাক্ষাৎ
গতকাল রাত ৯টায় শহরের তারানিবাস সিটি কমপ্লেক্স এর ৩য় তলায় অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ এর ল’ চেম্বারে “বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম উপস্থিত হইলে, জিয়া মঞ্চ ফেনী জেলার নেতৃবৃন্দ আবদুস সালাম কে লাল-গোলাপ শুভেচ্ছা স্লোগানে স্লোগানে মুখরিত করেন। চেম্বারে উপস্থিত হলে এসময় সংগঠনটির জেলা নেতৃবৃন্দ আবদুস সালাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরশুরাম পৌর সভার সাবেক মেয়র অ্যাডভোকেট আবু তালেব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলার সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, সংগঠনটির ফেনী জেলার আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, যুগ্ম আহবায়ক হাজী ফজলুল করিম, অ্যাড. ইমাম উদ্দিন ভূঁঞা, অ্যাড. জিয়া উদ্দিন দুলাল, অ্যাড. লায়লা আর্জুমান আরা, অ্যাড. প্রিন্স মাহমুদ চৌধুরী, অ্যাড. আরিফুল ইসলাম, অ্যাড. রুবেল মনসুর, অ্যাড. এ.এস.এম ফখরুদ্দিন ভূঁঞা

১নং সদস্য আবদুল হান্নান মিঠু, সদস্য আবদুর রউফ রানা, সদস্য, ইদ্রিচ মজুমদার রনি, সদস্য আবদুল কাদের মজনু, সদস্য ইউসুফ জালু, সদস্য মিজান, সদস্য আনোয়ার, ইয়াছিন, মনসুর, পৌরনেতা আবদুল মোমেন ভূঁইয়া মাসুম, বেলাল, মিনু, সোহাগ, সুজন, সদর উপজেলা নেতা আবদুল্যাহ আল কাইয়ুম, ফুলগাজী নেতা একরামুল হক ও মোহাম্মদ টিটু প্রমুখঃ
এসময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন জিয়া মঞ্চ একটি সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠন। সমগ্র বাংলাদেশে জিয়া মঞ্চের সুসংগঠিত কমিটি রয়েছে। জিয়া মঞ্চের কাজ কিন্তু শুধু মিছিল-মিটিং করা নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ আছে, সে আদর্শ কিভাবে ধারণ করা যায়, বিকশিত এবং সে অনুযায়ী চলা যায় ও বাস্তবায়ন করা যায় তা নিয়ে কাজ করা বা করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি জানি এখানে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র অ্যাডভোকেট আবু তালেব আছে। আশাকরি তার মাধ্যমে জিয়া মঞ্চ ফেনীতে জিয়ার আদর্শ বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং ফেনীতে জিয়া মঞ্চ একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠনে পরিণত হবে। নবনির্বাচিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য সমাপ্ত করেন।