ফেনীতে যুবদলের ওয়েব সাইট উদ্বোধন
ও দক্ষতা অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়
শহর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নিজস্ব ওয়েব সাইটে উদ্বোধন ও যুবদলের তৃণমূল নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনী জেলা যুবদলের ওয়েবসাইট উদ্বোধন করেন সভাপতি নাসির উদ্দীন খন্দকার। কর্মশালা পরিচালনা করেন ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন ও মিডিয়া সেল এর প্রধান বেলাল হোসেন এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আইটি সেল সদস্য মোজাম্মেল হোসেন আরিফ, জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, ফজলুল করিম লিটন, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সিঃ যুগ্ম আহবায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী, পরশুরামের আহবায়ক শাকিল, দাগনভূঁঞার আহবায়ক কবির আহমেদ ডিপলু, সোনাগাজীর আহবায়ক খুরশিদ আলম ভূইয়া ও ছাগলনাইয়া উপজেলার আহবায়ক জসিম উদ্দিন প্রমুখঃ
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে ফেনী জেলা যুবদলের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার। বক্তারা বলেন- যুবদল নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা অর্জন করে গুজব প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ডিজিটাল প্রচারনায় সক্রিয় ভূমিকা পালন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।