জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. আবু তালেব এর সাথে জিয়া মঞ্চ ফেনীর সৌজন্য সাক্ষাৎ
আজ বেলা ১২টায় ফেনী শহরের তারানিবাস সিটি কমপ্লেক্স এর ৩য় তলায়, অ্যাড. শাহজালাল ভূঁঞা সবুজ এর চেম্বারে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক সফল মেয়র অ্যাডভোকেট আবু তালেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলার আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক হাজী ফজলুল করিম, যুগ্ম আহবায়ক রফিক আলী, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, সদস্য আবদুল হান্নান মিঠু, সদস্য আইটিপি ইশা খাঁন মানিক, সদস্য শাহাদাত হোসেন মিয়াজি রুবেল, সদস্য মোঃ ইউসুফ জালু, সদস্য আবদুল কাদের মজনু, সদস্য আনোয়ার হোসেন, সদস্য নুর মোহাম্মদ ও পৌর নেতা ওমর শরীফ বাদশাহ, বেলাল হোসেন ও মোঃ সোহাগ প্রমুখঃ
এসময় অ্যাড. আবু তালেব উপস্থিত নেতৃবৃন্দের উদ্যেশ্যে বলেন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হলে, ফেনী জেলার ৬টি উপজেলায় এবং ৫টি পৌরশাখায় ত্যাগী নির্যাতিতদেরকে দিয়ে কমিটি গঠন করতে হবে। পর্যায়ক্রমে প্রত্যক ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও গঠন করতে হবে। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে কমিটি গঠন করার সময় সতর্ক থাকতে হবে বলেও আহবায়ক ও সদস্য সচিব কে নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন সমগ্র বাংলাদেশে জিয়া মঞ্চ এর কমিটি রয়েছে। বাংলাদেশ ব্যাপী সাংগঠনিক কার্যক্রমের দৃষ্টকোণ থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পরের স্থানে অবস্থান হচ্ছে জিয়া মঞ্চের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম বিষয়ে অবগত আছেন। ঢাকা নয়া পল্টন আগামী ২৫ অক্টোবর জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাসমাবেশে ফেনী জেলা থেকে স্বতঃস্ফূর্তবাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহবান করেন। সেই সাথে জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মত বিদায় নেন।