
শহর প্রতিনিধি:-
ফেনী সরকারী কলেজ এর ঐতিহ্যবাহী সংগঠন ম্যানেজমেন্ট এ্যালামনাই এসোসিয়েশের প্রথম পারিবারিক মিলন মেলা শুক্রবার (৩ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আহসান।
স্বাগত বক্তব্য রাখেন প্রথম পারিবারিক মিলন মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এটিএম হাবীবুর রহমান। এ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি একেএম সাইফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কিরন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যালামনাই এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ও বিভাগীয় প্রধান জনাব ড. শাহাদাত হোসেন পাটোয়ারী।প্রথম পারিবারিক মিলন মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মীর মোশারফ হোসেন ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদ করিম,ফেনী সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহির উদ্দিন,
ফেনী সরকারী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান,সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ,মহিপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন মাহমুদ,ফেনী সরকারী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসানুজ্জামান।