সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিগত ১৭ বছরের শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের হত্যার সঠিক বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারোটায় সীতাকুণ্ড বাজারের দক্ষিণ দিক থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর দিক প্রদক্ষিণ করে কলেজ রোডের সম্মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে এ কে এম শামসুল আলম আজাদ বলেন, “বাংলাদেশে গণতন্ত্র আজ নিঃশেষ। শেখ হাসিনার দুঃশাসনে জনগণ দমবন্ধ অবস্থায় জীবনযাপন করছে। বিএনপির হাজারো নেতা-কর্মীকে গুম, খুন ও কারাগারে পাঠিয়ে দেশকে এক ব্যক্তির দাসত্বে পরিণত করা হয়েছে। আমরা সেই অবিচারের বিচার চাই। জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। শিগগিরই এই দুঃশাসনের অবসান ঘটবে।”
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন—
সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর মোহাম্মদ ইমরান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম বাবুল, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম রুবেল, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নুরুল মুস্তাফা, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শামসুল আলম, ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম ছাদেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসু্ম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মহিদুল ইসলাম আবির, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জামাল উদ্দিন রাজু, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা,৪ নং ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ মেহেদী হাসান জনি,৭ নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ আকবর হোসেন , সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের নেতা মোঃ শাহাবুদ্দিন, মোঃ সুমন, মোঃ রাতুল, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
মিছিল শেষে নেতৃবৃন্দ শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।