ডেস্ক রিপোর্ট:-
দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’ সেন্ট্রাল কমিটির সাবেক সাধারন সম্পাদক জসিম মাহমুদ’র ছোট কন্যা মারিয়া মাহমুূদ উচ্চ শিক্ষার্থে লন্ডন গমন করেছে। বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে শুক্রবার সকাল ৭ ঘটিকায় সে ঢাকা ত্যাগ করে। মারিয়া ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাসে স্কলারশিপ পায়। সেখানে মারিয়া আইন বিষয়ে এল,এল,এম ও পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ের উপর অধ্যয়ন করবে।
এর আগে সে ফেনী সরকারী কলেজ থেকে এইচ এস সি ও ফেনী বিশ্ববিদ্যালয় থেকে এল,এল,বি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন। মারিয়া মাহমুদ’র পরিবার তার সফলতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।