
ফেনী প্রতিনিধি :-
ফেনী মুক্ত স্কাউট রোভার গ্রুপের ‘ক্রু’ মিটিং মঙ্গলবার বিকেলে শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপের রোভার লিডার ও জেলা স্কাউট লিডার তন্ময় রায়ের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক ও জেলা স্কাউট সহ সভাপতি একেএম আব্দুর রহীম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী কমিশনার ও গার্লস ইন স্কাউট লিডার ইলোরা ইয়াসমিন। আরও আলোচনা করেন ফেনী রোভার মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জয়নাল আবেদীন, গ্রুপের সিনিয়র সদস্য শুভ, মেহেদী, এমদাদ, লিমন, মারুফ ও সামী প্রমুখ। এই গ্রুপটি জেলা স্কাউট কমিশনার এ কে এম ফরিদ আহমেদ ২০২১ সালে প্রতিষ্ঠা করেন। এই গ্রুপ থেকে এ যাবত তিনজন স্কাউট ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের সাফল্য লাভ করেছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কাউট একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। স্কাউটদের কে স্কাউটের আদর্শ, মূলনীতি, প্রতিজ্ঞা ও আইন হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে। সে অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সৎ,যোগ্য, আদর্শবখন, সত্যবাদী ও নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে। তাহলে দুর্নীতিমুক্ত একটি ইনসাফের বাংলাদেশ আমরা পাব।
বিশেষ অতিথি বলেন শুধু প্রেসিডেন্ট স্কাউট হওয়ার জন্য স্কাউটিং নয়। একজন সৎ আদর্শ মানুষ হওয়ার জন্য স্কাউটিং করতে হবে।