
ফেনী প্রতিনিধি :-
পরশুরামের স্বেচ্ছাসেবী সংগঠন সাতকুচিয়া মানব সেবা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তিতে দরিদ্র দশ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সাতকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,কেক কাটা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।
সমাজসেবক ফরিদ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, সমাজসেবক ডালিম হোসেন মজুমদার,মজিবুল হক মজুমদার, এইচএম নুরুল আবছার বাবু ও নাদিম উদ্দিন সবুজ ।
রকি চৌধুরী ও শেখ মাইদুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব, প্রচেষ্টা ফাউন্ডেশন, বেড়াবাড়িয়া হিলফুল ফুযুল ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাতকুচিয়া গ্রামের দরিদ্র ১০ শিক্ষার্থীকে
সংগঠনের পক্ষ থেকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
পরে অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জানা গেছে, সংগঠনটি প্রতিষ্ঠার পথ থেকে সামাজিক উন্নয়ন, শিক্ষা বন্ধক কার্যক্রম ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষকে সেবা দিয়ে দিয়েছে।