আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ২ উইকেটের রুদ্ধশ্বাস এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল লাল-সবুজের দল। শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার আবহ তৈরি হয়।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক জাকের আলী প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। রশিদ খান ও মোহাম্মদ নাবির চেষ্টা সত্ত্বেও শরীফুল ইসলামসহ বাংলাদেশের বোলাররা রান চেপে রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২৪ রানে হারায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে মাঝের ওভারে জাকের আলী ও শামীম হোসেনের জুটি দলকে লড়াইয়ে ফেরায়। ম্যাচের শেষ দিকে নুরুল হাসান দায়িত্বশীল ইনিংস খেলে জয়ের ভিত্তি গড়ে দেন।
শেষ মুহূর্তের নায়ক শরীফুল ইসলাম। দশ নম্বরে নেমে মাত্র ৬ বলে খেলেন অপরাজিত ১১ রানের ইনিংস। শেষ ওভারে তার শান্ত মাথার ব্যাটিংয়ে ১৯.১ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে বল হাতেও দারুণ ছিলেন শরীফুল—প্রথম তিন ওভারে দেন মাত্র ৯ রান এবং ডেথ ওভারে ফিরিয়ে দেন আফগান ওপেনার গুরবাজকে। সব মিলিয়ে তার অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্বল জয় পায় টাইগাররা।