ফেনী প্রতিনিধি :-
১ অক্টোবর আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা ৩১৫ বি ২ এর আওতাধীন ফেনী লায়ন্স ফ্যামিলির ৪টি ক্লাব লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, লায়ন্স ক্লাব অব ফেনী সিটি, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল, লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিড এর যৌথ আয়োজনে ফেনী জয় কালি মন্দিরে সেলাই মেশিন, হুইলচেয়ার, কাপড় ও ১২ শত মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ২ এর গভর্নর লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপ পরিচালক প্রশাসন) জিতেন্র কুমার নাথ,দিস্ট্রক্ট এর অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরী, রিজোন চেয়ারপার্সন পলাশ চন্দ্র সূত্রধর।
লায়ন আব্দুল কাইয়ুম মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাব ও মুহুরী লায়ন্স ক্লাবে সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন, সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, মন্দির কমিটির সেক্রেটারি তপন কুমার দাস,সিটি ক্লাবের সৈয়দ রইসুল ইসলাম রিমন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদমান ফুয়াদ ফারাবী। উপস্থিত ছিলেন লায়ন আনোয়ার হোসেন,লায়ন এস এম শাহেদুল আলম,লায়ন লোকমান হোসেন সুমন,লিও প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক সেট্রাল লিও ক্লাবের সেক্রেটারি লিও মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।