১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাণী দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু। বাণীতে তিনি বলেন, এ বছরের মানবাধিকার দিবসের বৈশ্বিক থিম “Human Rights, Our Everyday Essentials”— যা স্পষ্ট করে দেয় যে মানবাধিকার কোনো বিলাসিতা নয়; বরং মানবজীবনের প্রতিদিনের অপরিহার্য উপাদান।
তিনি বলেন,“মানবাধিকার, আমাদের প্রতিদিনের মৌলিক চাহিদা—এই স্লোগান আমাদের স্মরণ করিয়ে দেয় যে খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন শুধু অধিকার নয়; জন্মগত মানবিক দাবি। এই দাবি বাস্তবায়ন করা রাষ্ট্র, সমাজ ও প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।” এম এ হাশেম রাজু বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ চ্যাপ্টার মনে করে— মানবাধিকার মানে শুধুই সুরক্ষা নয়; এটি সমতা, মর্যাদা, সুযোগ এবং গণতান্ত্রিক অংশগ্রহণের নিশ্চয়তা।
তিনি আরও বলেন, “একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়তে মানবাধিকারকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। মানবাধিকার রক্ষা তখনই সম্ভব, যখন আমরা প্রত্যেকে নিজের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসবো এবং অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো।” দিবসটি উপলক্ষে তিনি দেশবাসীসহ বৈশ্বিক সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানান এবং মানবাধিকার চর্চা জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।