শহর প্রতিনিধি :-
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) ফেনী জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পুলিশ কর্মকর্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকীর নিষ্ঠা, কর্মদক্ষতা এবং দায়িত্ব পালনে আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।