সোনাগাজীতে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
সোনাগাজীতে জিয়া মঞ্চ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৩০ নভেম্বর, রবিবার বিকেল ৪টায় পৌর শহরের মানিক মিয়া প্লাজার সম্মুখে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর।
এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সবুজ, সিরাজ, সেলিম, নুরনবী, আরিফ, নবী চৌধুরী, মোশাররফ মুন্সী, সদস্য জাকির, মাওলানা এমরান খাঁন, মোশাররফ, তাজুল ইসলাম, নুরুল আমিন, বিএনপি'র আবু সুফিয়ান, মানিক, জিয়া মঞ্চ পৌরসভা শাখার আহবায়ক ইলিয়াস ও সদস্য সচিব কামরুল ইসলাম রিংকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাসির হোসাইন, মোহাম্মদ রাসেল মিয়া সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন বিএনপি চেয়ারপারসন এখন শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন। বাংলাদেশ ব্যাপী দলমত নির্বিশেষে সকলেই আজকে নেত্রীর সুস্থতার জন্য দোয়া করতেছেন। এতে প্রমানিত হয়, তিনি এদেশের মাটি ও মানুষের নেত্রী এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন অভিভাবক। বর্তমান দেশের সংকটময় পরিস্থিতিতে নেত্রীর উপস্থিতি এবং সুস্থতা অপরিহার্য। আমরা দোয়া করি আল্লাহ যেন নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।