আগামী ২৫শে অক্টোবর, ঢাকা নয়াপল্টন জিয়া মঞ্চের মহাসমাবেশে অংশগ্রহণ বা যোগদান উপলক্ষ্যে জিয়া মঞ্চ ফেনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৮/১০/২৫ইং তারিখ বাদে মাগরিব ফেনী শহরের তারানিবাস সিটি কমপ্লেক্স এর ৩য় তলায় অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ এর ল' চেম্বারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন মানিক, যুগ্ম আহবায়ক রফিক আলী, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, ১নং সদস্য মোঃ আবদুল হান্নান মিঠু, সদস্য নুর মোহাম্মদ ও সদস্য আবুল হোসেন রাজা প্রমুখঃ
জানাযায় আগামী ২৫শে অক্টোবর ২৫ইং তারিখ বেলা ২ ঘটিকায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ঢাকা নয়া-পল্টনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হইবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী উপস্থিত থাকার কথা রয়েছে। মহাসমাবেশে বাংলাদেশের ৬৪ জেলা থেকে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল নির্দেশনা প্রদান করছেন।
ফেনী জেলার নেতৃবৃন্দ উক্ত মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও যোগদান করার জন্য বিভিন্ন পরামর্শমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।