ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এর সাথে জিয়া মঞ্চ ফেনীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডবোকেট শওকতারা উর্মি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ কাঞ্চন গতকাল ফেনী ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন এর বিশেষ অতিথির দায়িত্ব পালন শেষে কুমিল্লা বাস স্ট্যান্ড, তারানিবাস সিটি কমপ্লেক্স এর ৩য় তলায় অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ এর চেম্বারে রাত আনুমানিক ১০ ঘটিকায়, ফেনী জেলা জিয়া মঞ্চ এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান জিয়া মঞ্চ ফেনী জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ফেনী জেলার আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন ভূঁঞা, যুগ্ম আহবায়ক রফিক আলী, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, অ্যাডভোকেট ইমাম উদ্দিন ভূঁঞা, সদস্য নুর মোহাম্মদ ও ইব্রাহিম সহ আরও অনেকে।
মতবিনিময় সভার শুরুতে নেতৃবৃন্দ জিয়া মঞ্চের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দায়িত্বের কারণে ফেনীতে একাদিকবার আসতে হয়েছে। আমরা গর্ববোধ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমাদেরকে যোগ্য মনে করে এই দায়িত্ব প্রদান করার জন্য। এজন্য আমরা বিধাতার নিকট শুকরিয়া আদায় করছি। সেই সাথে সত্যি আমরা আনন্দিত যে, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এলাকায় আমরা দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। নেতৃবৃন্দ আরও বলেন ফেনীর মানুষ অনেক আন্তরিক এবং দায়িত্বশীল। আপনাদের সাথে সময় কাটিয়ে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আশাকরি আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ।
পরিশেষে নেতৃবৃন্দ বলেন আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা পর্যন্ত, অতীতের ন্যায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলেয়ে একসাথে রাজপথে থাকতে হবে। দলের যেকোন সিদ্ধান্ত বা কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।