ফেনী প্রতিনিধি :-
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনী জেলার উদ্যোগে গতকাল শনিবার সকালে ট্রাংক রোডস্থ ফেনী প্রেসক্লাবের সামনে এক বিরাট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও ফেনী শাহীন একাডেমীর উপাধ্যক্ষ জসীম উদ্দিন মোল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম একরামুল হক ভূঁইয়া, জেলা শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক একেএম আবদুর রহীম।আরো বক্তব্য রাখেন,ফুলগাজী উপজেলা সেক্রেটারী মাওলানা ইসমাইল, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আবুল কাসেম, আনোয়ারুল হক প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।