পরশুরাম প্রতিনিধি :-
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ পরশুরাম বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পরশুরাম উপজেলার বাউরপাথর এলাকায় অভিযান চালিয়ে আসামিসহ ৭ পিস ইয়াবা আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৮ অক্টোবর (বুধবার) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে মেইন পিলার ২১৬২ এর ৮ এস পিলার হইতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মোঃ জসিম (৪৫), পিতা মৃত জহুরুল ইসলাম, গ্রাম: বাউরখোমা, পোস্ট ও থানা: পরশুরাম, জেলা: ফেনী। তাকে ৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।