ফেনী প্রতিনিধি :-
অক্টোবর সেবা মাস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী সেবা কার্যক্রম এর অংশ হিসেবে ৬ অক্টোবর ফেনী লায়ন্স ফ্যামিলির চারটি ক্লাব লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, ফেনী সিটি, ফেনী সেন্ট্রাল, ফেনী অর্কিডের যৌথ আয়োজনে লায়ন্স ক্লাব কার্যালয়ে শতাধিক মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ২ এর গভর্ণর লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজোন চেয়ারপার্সন (ভিশন) লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার কর্মী এসএম হুমায়ুন পাটোয়ারী, লায়ন পলাশ চন্দ্র সুত্রধর,প্রাক্তন সভাপতি লায়ন আবু তাহের ভূঁইয়া, সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ,, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন আনোয়ার হোসেন,সমাজকর্মী আনোয়ার হোসেন রতন।