ফেনী প্রতিনিধি :-
রোববার ৫ই অক্টোবর সকালে ফেনীর সিভিল সার্জনের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২৫ । জেলার সকল উপজেলার স্কাউট ও গার্লস গাইডদের নিয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, গনযোগাযোগ অধিদপ্তরের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার আল আমিনের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে ছিলেন জেলা সিভিল সার্জন রুবাইয়্যাত বিন করিম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফি উল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি নাজমুস সাকিব, গনযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ সভাপতি একেএম আবদুর রহীম, জেলা স্কাউট সেক্রেটারী বেল্লাল আহমদ প্রমুখ।