ফেনী প্রতিনিধি :-
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এর আওতাধীন ফেনী লায়ন্স ফ্যামিলির ৪টি ক্লাব লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী ফেনী সিটি, ফেনী সেন্ট্রাল ফেনী অর্কিডের যৌথ আয়োজনে ৪ অক্টোবর মিরসরাই কিসমত জাফরাবাদ রহমতাল্লিল আলামিন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ২ এর রিজোন চেয়ারপার্সন অক্টোবর সেবা সপ্তাহ চেয়ারম্যান লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরী, রিজোন চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল,ফেনী সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন, লায়ন রেজাউল মোস্তফা সুমন, লায়ন মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া ও লিও নেতৃবৃন্দ।
ক্যাম্পে সর্বমোট ৫০০ জন রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।
মেডিকেল ক্যাম্পে ৩ জন ডাক্তার রোগীর চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা হলেন ডাক্তার সাবরিনা মঞ্জু,ডাক্তার নূরুল খাব্বাব ও ডাক্তার জিকু সরকার।