ফুলগাজী প্রতিনিধি: -
ফেনীর ফুলগাজী সীমান্তে শনিবার (৪ অক্টোবর) রাতে ফেনী ব্যাটালিয়ন (০৪ বিজিবি) এর অধিনস্থ তারাকুচা বিওপির বিশেষ টহলদল সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ফেনাপুস্করনী মেইন পিলার-২১৮৩/৬এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আসামী সহ ২২ পিস ইয়াবা ও দুইটি মোবাইল আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লে, কর্ণেল মোশারফ হোসেন জানান, উক্ত আসামি কে ফুলগাজী থানায় নেয়া হয়েছে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।