প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৭:২৩ পি.এম
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত সূচনা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক:-
নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও নাহিদা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮.৩ ওভারের মধ্যেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন সর্বোচ্চ ৩ উইকেট (৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে)। মারুফা আক্তার ৭ ওভারে ৩১ রান খরচায় ২ উইকেট নেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। নাহিদা আক্তারও নেন ২ উইকেট। ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার শিকার করেন একটি করে উইকেট।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লাল-সবুজের মেয়েদের। ফারজানা হক (২) এবং শারমিন আক্তার (১০) দ্রুত ফিরলেও চাপ সামলে নেন রুবাইয়া হায়দার। প্রথমে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ম্যাচের ভিত তৈরি করেন তিনি। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি।
রুবাইয়া হায়দার অপরাজিত ৫৪ রান করেন ৭৭ বলে ৮ চার মেরে। নিগার সুলতানা করেন ২৩ রান। আর সোবহানা মোস্তারি খেলেন ঝড়ো ১৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস।
শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ১৩১ রান তুলে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নিগার সুলতানার দল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত