প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৭:১৬ পি.এম
আফগানিস্তানকে হারিয়ে সিরিজের শুভসূচনা করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:-
শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে জয় নিশ্চিত করতে শেষদিকে অসাধারণ ভূমিকা রাখেন নুরুল হাসান ও রিশাদ হোসেন।
বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। উদ্বোধনী জুটিতেই তারা দলকে এনে দেন ১০৯ রান। দুজনই অর্ধশতক করেন। তবে ওপেনারদের বিদায়ের পর হঠাৎই ধস নামে ব্যাটিং লাইনআপে। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান শীর্ষ ছয় ব্যাটার। এক পর্যায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬। রশিদ খানের স্পিন–ঝড়ে নড়বড়ে হয়ে যায় ইনিংস, তিনি টানা দুই ওভারে দুটি করে মোট ৪ উইকেট তুলে নেন।
তবে সপ্তম উইকেটে নুরুল ও রিশাদের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে নুরুল মারেন দুটি ছক্কা, এরপর রিশাদ বাউন্ডারি হাঁকিয়ে শেষ করে দেন ম্যাচ। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৫৩ রানে, হাতে থাকে ৪ উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভয়াবহভাবে খোয়ায় আফগানিস্তান। মাত্র ৪০ রানের মধ্যেই হারায় শীর্ষ চার ব্যাটারকে। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে দল দ্রুত চাপে পড়ে। সর্বোচ্চ রান আসেছিল গুরবাজের ব্যাট থেকে—তিনি করেন ৪০ রান। তবে রিশাদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনিও।
মধ্য ওভারে আফগানিস্তানের ভরসা হয়ে ওঠেন মোহাম্মদ নবি। ১৮তম ওভারে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে দলের সংগ্রহ এগিয়ে নেন। কিন্তু ৩৮ রানে থেমে যান তিনি। শেষদিকে শরাফুদ্দিন আশরাফ ১১ বলে ১৬ রান যোগ করলে আফগানিস্তান অলআউট হয়ে থামে ১৫১ রানে।
বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ও নাসুম আহমেদ দুই উইকেট করে নেন। মোস্তাফিজ ও রিশাদও তুলে নেন একটি করে উইকেট। সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে এখন লাল-সবুজ শিবিরে আত্মবিশ্বাস বাড়ছে। শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত