প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৩৮ এ.এম
বিশ্ব হার্ট দিবসে ফেনীতে বিনামূল্যে হার্ট ক্যাম্পেইন
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে বিনামূল্যে হার্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
‘প্রতিটি হৃৎস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন এর সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সদস্য ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে ৭ জন চিকিৎসক বিনামূল্যে প্রায় ৫ শত রোগীকে হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত