নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ টেলিভিশন এর শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি-২০২৫' ও দেশের অন্যতম সর্ববৃহৎ প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আয়োজনে সারাদেশে মার্কস অলরাউন্ডার (এনটিভি) বাছাই এ আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী'র দুই শিক্ষার্থী আঞ্চলিক পর্বে উত্তীর্ণ হয়েছেন।
সংগঠন সূত্র জানায়, বাংলাদেশ টেলিভিশন এর শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি-২০২৫' এ চট্টগ্রাম অঞ্চল-৪ এর অডিশান এ আবৃত্তি বিভাগে ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী'র শিক্ষার্থী ও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণির ছাত্রী সম্পূর্ণা সাহা। গত ২৬ সেপ্টেম্বর নোয়াখালী শিল্পকলা একাডেমি ভ্যুনুতে অডিশন রাউন্ডে তিনি ইয়েসকার্ড পেয়ে বিভাগীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন।
অপরদিকে দেশের অন্যতম সর্ববৃহৎ প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আয়োজনে সারাদেশে 'মার্কস অলরাউন্ডার' ইভেন্টে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় ফেনী জেলায় মিডেল গ্রুপে (৫ম থেকে ৮ম) আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী'র শিক্ষার্থী ও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা বিনতে ফেরদৌস। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ফেনী জিএ একাডেমী স্কুল ভ্যুনুতে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন সহ সাতটি বিভাগে জেলার ছয় উপজেলার সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে মিডেল গ্রুপে আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে মাইশা।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রে, ফেনী'র সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ টেলিভিশনের 'নতুন কুঁড়ি প্রতিযোগীতা আবার চালু হয়েছে। সেই প্রতিযোগিতায় ফেনীর একজন শিশু আবৃত্তি শিল্পী ও এনটিভি মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের এক শিক্ষার্থীসহ দুটি প্রতিযোগিতায় সংগঠনের দুই শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁর জন্য শুভকামনা। আশা করছি তারা বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রাখবে ।