ফেনী, ২৫ সেপ্টেম্বর ২০২৫:-
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন-২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংস্থার জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর এক বৈঠক বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল ফাত্তাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান বিন মোমিন, অর্থ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক হাফেজ সাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক রশীদ আহমদ মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম, দফতর সম্পাদক হাফেজ জহির, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরাজ খান অহি, শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি ফরিদুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মুমিনুল হক মারুফ, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, উপজেলা বিষয়ক সম্পাদক হাফেজ একরাম হোসেন ও সহ-উপজেলা সম্পাদক এম এন কে রুবেল সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
১️. আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।
২️. সম্মেলনকে সফল করতে জেলার সকল মাদরাসা ও কলেজে সেরা তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত টিমে রয়েছেন – হাফেজ আরিফুল ইসলাম, হাফেজ মুমিনুল হক মারুফ, হাফেজ জহির এবং হাফেজ আব্দুল্লাহ।
৩️. আগামী ১১ অক্টোবর ২০২৫ (শনিবার) মাগরিবের পর সম্মেলন উপলক্ষে জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সকল দায়িত্বশীল ও সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
৪️. আগামী ১ নভেম্বর ২০২৫ উপদেষ্টামণ্ডলী, হিতাকাঙ্ক্ষী, আজীবন দাতা সদস্য এবং সূধী সমাজের সমন্বয়ে এক বিশেষ সভা শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে।
বৈঠকের শেষে সম্মেলনের সফলতা, দায়িত্বশীলদের সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।