ফেনী, ২৬ সেপ্টেম্বর ২০২৫:-
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা আজ (২৬ সেপ্টেম্বর) সারা দেশের ন্যায় ফেনী জেলাতেও অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সাল থেকে দেশের ৪৮টি জেলায় যুব ও যুব মহিলাদের জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ পর্যন্ত তিনটি ব্যাচে মোট ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৬২ শতাংশেরও বেশি সরাসরি আয়মুখী কাজে সম্পৃক্ত হয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
এ প্রকল্পের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ৪র্থ ব্যাচে (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে লক্ষাধিক আবেদন জমা পড়ে। প্রতিটি জেলায় ৭৫টি করে আসনে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচিত করা হবে।
ফেনী জেলায় আজ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফেনীতে ভর্তি পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোঃ নঈম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক (অ.দা) সাইফ উদ্দিন আহম্মেদ, এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় প্রধান শাহ মো সালাউল্লাহ সাইফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ফেনীতে ৪র্থ ব্যাচে মোট ৬২৯ জন আবেদনকারী থাকলেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩২৫ জন। আগামীকাল (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী তিনটি ব্যাচে ফেনী জেলা থেকে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি আয় করছেন এবং এই আয় প্রতিনিয়ত বাড়ছে। প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা হারে ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন।
উল্লেখযোগ্য যে, এ প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।